আদিতমারী ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

মনিরুজ্জামান মুন, লালমনিরহাট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ এএম


আদিতমারী ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফরহাদ আলী হিমেলকে সভাপতি এবং হুসাইন মোঃ নাঈমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

Link copied