আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক: সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পিএম


আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক: সাদ্দাম হোসেন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ সাড়ে সাত বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের ৪র্থ বার্ষিক সম্মেলন হচ্ছে আজ। দীর্ঘদিন পর এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই পদ প্রত্যাশী নেতাকর্মীদের স্লোগান-মিছিল ও শোডাউনে মুখর রুয়েট ক্যাম্পস।

রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ক্ষমতার রাজনীতি নয়, আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক। দক্ষতা ও সৃজনশীলতার ওপর নির্ভরশীল। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র রাজনীতি সব জায়গায় মিল রয়েছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছাত্র রাজনীতিতে পরিবর্তন থাকা প্রয়োজন। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পার্থক্য থাকা জরুরি। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন। আমরা আশা করি আগামীতে রুয়েট শাখা ছাত্রলীগ সেই যায়গায় নেতৃত্ব দেবে। 

Link copied