দোষ প্রমাণিত হলে দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ এএম


দোষ প্রমাণিত হলে দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ কর্মকর্তা এডিসি হারুন অর রশিদের নির্যাতনে আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় দুই পুলিশ অফিসারকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। দোষ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্রলীগ নেতাদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় কমিশনার আরও বলেন, তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

দুই কেন্দ্রীয় নেতাকে পেটানোর ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তারা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, বিপিএএ।

সোমবার (১১ সেপ্টেম্বর) এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

Link copied