নিউজ এডিটর নিচ্ছে একাত্তর পোস্ট

জব ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ০৮:৩৩ পিএম


নিউজ এডিটর নিচ্ছে একাত্তর পোস্ট

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুততম সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বাধিক ব্যবহারের মাধ্যমে পাঠক সেবা নিশ্চিত করছে একাত্তর পোস্ট। এই ধারাবাহিকতা বজায় রাখতে ‘নিউজ এডিটর’ পদে সংবাদকর্মী নিচ্ছে একাত্তর পোস্ট। অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমে কাজ করার সুবিধা রয়েছে।

পদের নাম: নিউজ-এডিটর

পদ সংখ্যাঃ ৪ জন

দায়িত্বসমূহঃ

১. সংবাদ এডিট করা

২. দ্রুত টাইপিং করার সক্ষমতা

৩. নির্ভুল বাংলা টাইপিংয়ে দক্ষতা

৪. নির্দিষ্ট সময়সীমা ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।

৫. শুদ্ধ বানান সম্পর্কে অবগত থাকা।

চাকরির ধরণঃ পার্ট টাইম/ফুল টাইম

প্রার্থীর ধরণঃ নারী/পুরুষ

সম্মানীঃ আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণজীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি ও অভিজ্ঞতার সনদসহ (যদি থাকে) আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

আগ্রহী প্রার্থীরা সরাসরি বা অনলাইনের মাধ্যমে আগামী ৩রা ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: career@ekattorpost.com

যোগাযোগঃ

একাত্তর পোস্ট

২৫৫/সি, রোডঃ ৯, খিলগাঁও, ঢাকা-১২১৯ (খিদমাহ হাসপাতালের বিপরীতে)

মোবাইলঃ +8801601050714, +8801601050715, 09611873374

Link copied