সারদেশ থেকে প্রতিনিধি নিচ্ছে একাত্তর পোস্ট
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩, ০৭:০২ এএম
ছবিঃ একাত্তর পোস্ট
আপনি কি যেকোনো বড় ধরনের ঘটনা দ্রুত মোবাইল ফোনে টাইপ করতে পারদর্শী? ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও দ্রুত পাঠাতে পারবেন? তাহলে প্রস্তুতি নিন আপনার জেলা, বিভাগ ও বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা করার জন্য।
আপনাকে সুযোগ দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল একাত্তর পোস্টের জন্য প্রতিনিধি নিয়োগ করা হবে। সাংবাদিকতায় দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- একাত্তর পোস্ট
প্রধান কার্যালয়ঃ ২২৫/সি, রোড নং-৯, খিলগাঁও, ঢাকা-১২১২
পদের নামঃ জেলা প্রতিনিধি; স্টাফ রিপোর্টার; ক্যাম্পাস প্রতিনিধি।
আবেদনের যোগ্যতাঃ
► শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।
► মোবাইলে ভিডিও ধারণ ও লাইভ করার অভিজ্ঞতা থাকতে হবে।
► সাংবাদিকতায় কমপক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
► জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার এর জন্য সর্বনিন্ম বয়স হতে হবে ২৪ বছর।
আবেদন করতে হবে যেভাবেঃ আগ্রহীরা একাত্তর পোস্ট পেইজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সিভি পাঠাতে পারেন।
হোয়াটসঅ্যাপ নংঃ +880 1601050715