স্থায়ীভাবে পিপি-জিপিদের নিয়োগ, বাড়ছে বেতনঃ আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০৯:৩২ এএম


স্থায়ীভাবে পিপি-জিপিদের নিয়োগ, বাড়ছে বেতনঃ আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শতকরা ৩০ ভাগ সরকারি কৌঁসুলি (পিপি) ও জিপি নিয়োগ দেয়া হবে স্থায়ীভাবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের আলোচনা শেষে এসব বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাকী ৭০ ভাগ নিয়োগ হবে রাজনৈতিকভাবে।

এছাড়া পিপি জিপিদের বেতন বাড়ানো হচ্ছে। এজন্য ২৬৭ কোটি টাকা চাওয়া হয়েছে। তবে কবে নাগাদ স্থায়ী নিয়োগ কার্যক্রম শুরু হবে বা বেতনভাতা বাড়ানো হবে এর সুনির্দিষ্ট সময় জানাননি মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনে আগের মতো হয়রানির সুযোগ নেই। সেলের মাধ্যমে যাচাই করে এখন ব্যবস্থা নেয়া হয়। কিছু বিষয় সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে। কমিটি প্রয়োজনে সংশোধনের উদ্যোগ নেবে।

আনিসুল হক বলেন, আদালতে মামলা জট কমানোর জন্য বলা হয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগ তাদের কাছে তুলে ধরা হয়েছে। এছাড়াও ডাটা সুরক্ষা আইন অংশীজনের মতামত নিয়ে করা হচ্ছে। ডাটার নিরাপত্তার বিষয়ে আইনটি করা হচ্ছে।

Link copied