খালেদাকে বিদেশ নেওয়ার আবেদন পর্যবেক্ষণে আছে: আইনমন্ত্রী
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জানা গেছে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আবেদনটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। এখনও মতামত দেওয়া হয়নি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না এবং বাঙালিরা পারে এ কথা শেখ হাসিনা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান।
আনিসুল হক আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয়, বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে।