জিএম কাদেরকে সাইবার আইন পড়ে দেখতে বললেন আইনমন্ত্রী
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম

ছবিঃ সংগৃহীত
সাইবার সিকিউরিটি আইন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিএম কাদের সাহেব হঠাৎ বলে বসলেন, সাইবার সিকিউরিটির নাকি জনগণের কণ্ঠরোধ করা হয়েছে।’
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কসবা উপজেলা সদরে হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুলের চারতলা ভবনের প্রথম তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জিএম কাদেরকে সাইবার সিকিউরিটি আইনটি পড়ে দেখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে তিনি দুটি জিনিস দেখতে পারবেন, একটি হচ্ছে সাইবার সিকিউরিটি আইনে বাংলাদেশ পেনাল কোডের সেই অপরাধগুলো আছে। আর টেকনিক্যাল অপরাধগুলো যোগ করা হয়েছে। আর সবগুলো পেনাল কোডের অপরাধগুলোকে জামিনযোগ্য করা হয়েছে। এখানে এমন কোনও কথা নেই যেখানে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পরও তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে দুই শর্তে মুক্ত করা হয়েছে। তিনি সেই দুই শর্ত মেনে মুক্তি পেয়েছেন এবং আজকেও তিনি সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা আর মহানুভবতায়।