তিন বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রদীপ্ত পুরকায়স্থ, আসাম

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ০৩:১০ পিএম


তিন বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাড়ে তিন বছরের ছেলেকে হত্যা করে মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেলেছিল বাবা। এই ঘটনা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের বলদাখাল এলাকায়।

ঐ এলাকার বাসিন্দা শ্যামল দাস নামে এক ব্যক্তি তার সাড়ে ৩ বছরের ছেলে সায়ন দাসকে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টার পর। ঘটনার পর ছেলের মৃতদেহ বাড়ির পাশে কাঁদা মাটিতে পুঁতে ফেলেছিল বাবা।

আজ মঙ্গলবার এই ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত বাবাকে গণধোলাই দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। এবং মৃতদেহটি খোঁজার কাজ শুরু করে পুলিশ।

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা খোঁজার পর পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালের পাঠিয়ে দেয়।

ময়নাতদন্তের পর শিশুর মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Link copied