৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ এএম

ছবিঃ প্রতীকি
ইসরায়েলে আলদা দুটি ঘটনায় এক পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটিতে আরব সংখ্যালঘুদের ওপর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি।
ইসরায়েলি পুলিশ জানায়, উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে বুধবার গুলি করে হত্যা করা হয় এক পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।
এ ঘটনায় নিহতরা সম্পর্কে বাবা-মা ও তাদের তিন সন্তান ছিলেন বলে নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভস। পুলিশ বলেছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।
এর আগে হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী বন্দুকধারীরা। কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। দুই হামলা কোনও ভাবে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।