রোহিঙ্গা ক্যাম্পে নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে নেতাকে কুপিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কোডেক স্কুল সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আইয়ুব (৩৫)।  মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিডিইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল ৫টার দিকে কতিপয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আয়ুবকে কুপিয়ে পালিয়ে যায়। নিহত আইয়ুব আরসা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, হয়তো তাকে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

Link copied