শিক্ষক সংকটে প্রাথমিকে পাঠদান ব্যাহত

ছিদ্দিক মিয়া, কটিয়াদী

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৭ এএম


শিক্ষক সংকটে প্রাথমিকে পাঠদান ব্যাহত

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৭৪ নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যহত হচ্ছে। প্রধান শিক্ষক পদ শূণ্য, একজন সহকারি শিক্ষক সাময়িক সংযুক্তি নিয়ে অন্য বিদ্যালয়ে পাঠদান করছেন। তিনি সদ্য আরো এক বছর সাময়িক সংযুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন।

ফলে ১০ বছর ধরে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট চলমান রয়েছে। কিন্তু নতুন শিক্ষক পদায়ন করা যাচ্ছে না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, সহকারি শিক্ষক তাসমীর শেখ উপজেলার জালালপুর ইউনিয়নের ৭৪নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের কিছুদিন পর ২০১৩ সালে সাময়িক সংযুক্তি নিয়ে একই উপজেলার মসূয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন।

তার ব্যক্তিগত সুবিধার কারণে সাময়িক সংযুক্তির মেয়াদ পুনরায় আরো এক বৎসরের জন্য বর্ধিত করেছেন। এতে এলাকার শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ সংযুক্তি না নিয়ে তিনি বদলী হয়ে যেতে পারতেন। তাহলে অত্র বিদ্যালয়ে অন্য একজন শিক্ষককে পদায়ন করা যেতো। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করার লক্ষে তাসমীর শেখ এর সাময়িক সংযুক্তি বাতিল অথবা তাকে বদলী করে অন্য কোন শিক্ষককে ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের দাবি জানান।

সহকারি শিক্ষক তাসমীর শেখ মুঠোফোনে জানান, সাময়িক সংযুক্তি বা বদলির বিষয়টি শিক্ষা অফিসের। অফিসের সিদ্ধান্তেই আমি দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. আফজাল হোসেন বলেন, তাসমীর শেখ কতদিন ধরে সংযুক্তি নিয়ে আছে এ বিষয়টি আমার জানা নেই। তবে উনি যে স্কুলটিতে আছেন সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত।

তিনি বিএড করেছেন ও ওনার পারিবারিক সুবিধার জন্যই সংযুক্তি দেওয়া হয়েছে। মার্চ মাসে আবার বদলীর একটি প্রক্রিয়া হবে তখন ফেকামারা স্কুলে একজনকে পদায়ন করলে এ সমস্যা আর থাকবে না। সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Link copied