চূড়ান্ত নিয়োগ পেতে এনটিআরসিএ’র সামনে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত
প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে ছয়মাস পার হয়ে গেলে নানা অজুহাতে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক শূন্যপদে ৩২ হাজার প্রার্থীকে। দ্রুত সুপারিশের জন্য বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দাবি আদায় করতে মাঠে নেমেছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এর সামনে এই মানববন্ধনের আয়োজন করে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত পরিবার। দেশের বিভিন্ন জেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
অবশ্য এনটিআরসিএ কর্তৃপক্ষ বলছে, শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনের বিপরীতে শূন্যপদে ৩২ হাজার প্রার্থীকে প্রাথমিক সুপারিশ করা হয়। ভেরিফিকেশন ফরমও জমা সম্পন্ন হয়েছে। এরপরও শিক্ষকদের চূড়ান্ত যোগদান শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির জন্য আটকে আছে।