সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

ছবিঃ প্রতীকি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিনটি বিকল হয়।
বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়াগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়াগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব বলেন, পাথর আনার জন্য মালবাহী ট্রেনটি সিলেট যাওয়ার পথে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে। ট্রেনটির কারণে বিভিন্ন রেলস্টেশনে অন্যান্য ট্রেন আটকা পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।