পদ্মা সেতু দিয়ে ভাঙ্গার উদ্দেশে ট্রেনের পরীক্ষামূলক যাত্রা
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ এএম

ছবিঃ সংগৃহীত
ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনের প্রথম হুইসেল বেজেছে। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার কমলাপুরের থেকে পরীক্ষামূলক ট্রেনটির যাত্রা শুরু হয়। ট্রেনটির লোক মাস্টার (ট্রেন চালক) হিসেবে রয়েছেন এনামুল হক।
ইতিহাসের স্বাক্ষী হতে যাওয়া এ লোক মাস্টার নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এ অনুভূতি প্রকাশ করার মতো না’।
প্রথমবারের মতো ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক যাত্রার জন্য বুধবার ঢাকায় প্রবেশ করে ট্রেনটি। এর আগে ট্র্যাক কার ও মালবাহী ট্রেন পদ্মা সেতু অতিক্রম করলেও এবারই প্রথম যাত্রী বহনের ট্রেনটি প্রবেশ করেছে রাজধানীতে।
আর আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ রেলপথের উদ্বোধন করবেন।