আবারো বাড়ছে যমুনার পানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ অগাস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম


আবারো বাড়ছে যমুনার পানি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ৮ দিন ধরে কমতে থাকার পর সিরাজগঞ্জে গত দুদিন ধরে ফের বাড়ছে যমুনা নদীর পানি। উজানে ভারী বর্ষণের ফলে পানি বাড়তে থাকলেও ভারী বন্যার আশংকা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি বাড়ায় সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ৯০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।

আগামী তিনদিন পানি বাড়বে, বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।

Link copied