লালবাগে মিষ্টির দোকানে আগুন, পানি সংকটে বিপাকে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ এএম


লালবাগে মিষ্টির দোকানে আগুন, পানি সংকটে বিপাকে ফায়ার সার্ভিস

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার লালবাগে আতশঝানা লেনে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে পানি সংকটের কারণে তাদের আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। নিজস্ব পানি শেষ হয়ে যাওয়ায় বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করছেন ফায়ার কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে এসেছেন। এখন পর্যন্ত আটটি ইউনিট কাজ করছে। আশপাশের বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনটিতে ক্যামিকেল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied