ফের সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ এএম

ছবিঃ সংগৃহীত
টানা ৩ সপ্তাহ ধরে কমতে থাকা যমুনার পানি সিরাজগঞ্জে পয়েন্টে দিয়ে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। পাশাপাশি ওই জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদী চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে চলা সবগুলো খালবিলেও পানি বাড়ছে।
চলতি বছর বড় ধরনের কোনো বন্যা না হলেও যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি দফায় দফায় বেড়ে প্লাবিত হয় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল। তলিয়ে যায় জমির ফসল। এতে জেলার ২০৪ হেক্টর জমির প্রায় ৫ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২১৭ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে চলেছে।
বন্যায় সবচেয়ে বেশি কাজিপুর উপজেলায় ১১১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। ফসল নদীর পানিতে তলিয়ে যাওয়ায় মূলধন সংকটে পড়েছেন ৪১৫১ জন কৃষক।
কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪০ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশাকরি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা সম্ভব হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে পানি বাড়ছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। চলতি বছর বন্যার সম্ভাবনা নেই।