যমুনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পিএম


যমুনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৬২টি চায়না জাল আটক করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর সদর অংশের বিভিন্ন স্থানে কম পানিতে ও তীরবর্তীস্থানে পেতে রাখা দুয়ারী চায়নাগুলো অভিযান চালিয়ে তুলে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জহিরুল ইসলাম এবং নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Link copied