নকলের দায়ে তালতলীতে দুই পরীক্ষার্থী বহিষ্কার

মো: নাসির উদ্দিন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ০১:২২ পিএম


নকলের দায়ে তালতলীতে দুই পরীক্ষার্থী বহিষ্কার

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলীতে এইচএসসি পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষা কেন্দ্র থেকে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তাদের বহিষ্কারের আদেশ দেন।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন, মো. আরিফ ও মো. বশির তারা তালতলী সরকারী কলেজের শিক্ষার্থী।

তালতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রবীন্দ্রনাথ হাওলাদার বলেন, ইংরেজি ২ম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের সময় ওই দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।

Link copied