তালতলীতে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬ অগাস্ট ২০২৩, ০৩:১২ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১.৩০টায় তালতলী বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.তৌফিকউজ্জামান (তনু) এর সঞ্চলানায় ও সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক রইসুল আলম রিপন, বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হোসাইন মুরাদ, সাধারণ সম্পাদক সাইমুল রাব্বিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি শক্তিশালী পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে অপরিণামদর্শী ঘাতকরা।
তিনি আরও বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা শুধু ব্যক্তিকে হত্যাপ্রয়াস ছিল না, ছিল জাতির স্বাধীনতার শক্তিকে হত্যার অপচেষ্টা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে।
এ সময় শম্ভু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সবশেষে দোয়া অনুষ্ঠান শেষে গণভোজের খিচুড়ি বিতরণ করা হয়।