তালতলীতে বিএনপি'র ৩ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ নাসির উদ্দিন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ পিএম


তালতলীতে বিএনপি'র ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ প্রতিষ্ঠা বাষিকীর কর্মসূচি পণ্ড করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন (৪৭), সোনাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মনির হোসেন (৪০), যুবদল কর্মী রাজা হাওলাদার (৪০)। 

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে পণ্ড করার জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, গতরাতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে পুরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Link copied