তালতলীতে নব নিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ নাসির উদ্দিন, নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অগাস্ট ২০২৩, ০১:৩৬ পিএম


তালতলীতে নব নিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় নব-নিযুক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে তালতলী উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে নব নিযুক্ত জেলা প্রশাসকের সাথে এই মত বিনিময়ের আয়োজন করে উপজেলা প্রশাসন।  

পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাক, সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা।

Link copied