আওয়ামী লীগ সিন্দুর্ণা ইউনিয়ন শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ এএম

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৭ টার সময় স্থানীয় সরকারি আলিমুদ্দিন কলেজ হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহাজুল আলম খান রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক, উপজেলা কমিটির সদস্য মোতাহার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লিপন চন্দ্র রায়, সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আজম খান হৃদয়, সাধারণ সম্পাদক কবিউর আলম নিরু সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগণ।
এসময়ে মাহমুদুল হাসান সোহাগ তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করার আহ্বান জানান।