তেঁতুলিয়া মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
প্রকাশিত: ৮ মে ২০২৩, ০৮:২১ এএম

ছবিঃ প্রতীকী
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধের নিহত হয়েছে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।
নিহত বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
রোববার (০৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রবীদ্রনাথ স্মরণী বাইপাস এলাকার বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি থেকে বাইসাইকেল যোগে কালান্দিবাজারের দিকে যাচ্ছিলেন সফিকুল।
এক পর্যায়ে রবীন্দ্রনাথ স্মরণীবাইপাস এলাকায় পৌঁছাতে বাইসাইকেল আরোহীকে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস স্ব-জোরে ধাক দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে মাইক্রোবাসটিকে আটক করা হয়।