মিঠাপুকুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুবেল হোসাইন সংগ্রাম, মিঠাপুকুর(রংপুর)

প্রকাশিত: ৩ মে ২০২৩, ১১:৫৪ এএম


মিঠাপুকুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে নিজের শয়নকক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্হায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।

বুধবার (৩-মে) আব্দুল কাদের শেখ (৫৫) নামে ওই ব্যক্তির মরদেহ ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে অবগত করেন তার পরিবারের লোকজন। মৃতের পরিবারের দাবি,আব্দুল কাদের শেখ মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। গত রমজান মাসেও বিষ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

মঙ্গলবার (২-মে) দিবাগত রাতে বাড়িতে পরিবারের লোকজন না থাকায় তিনি হয়তোবা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে অনেকের দাবি,তার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক অশান্তি চলেছিলো। এ থেকেই কিছু একটা হতে পারে!

নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান,কেউ যদি আত্মহত্যা করে তাহলে মাটি থেকে নূন্যতম উপরে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ ভাসমান থাকবে। কিন্তু মৃত কাদেরের পা মাটির সঙ্গে লাগানো থাকায় তাদের এই আত্মহত্যা নিয়ে সন্দেহ কাজ করছে। মৃত আব্দুল কাদের পেশায় কাঁচামাল ব্যবসায়ি ছিলেন।

মৃত আব্দুল কাদেরের ছেলে বাঁধন ইসলাম (১৩) জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝরাতে ও পূর্বের মতই তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। বাড়িতে আমি ছাড়া অন্য কেউ ছিলোনা। সকাল ৮ টায় বাবার রুমে গিয়ে দেখি গলায় ফাঁস দেয়া।

পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবার রহমান (মাহবুব) জানান, এটা আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে কাপড় দিয়ে আত্মহত্যা করেছে পরে সেটা বেড়ে গিয়ে পা মাটিতে লাগায়! সন্দেহ থাকায় লাশ পোস্ট মর্টেমে পাঠিয়েছে পুলিশ। তার পরিবারের কোনো অভিযোগ নেই।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা কি-না।

Link copied