এডিসি হারুন অর রশিদকে রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনাব হারুন-অর-রশীদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত)-কে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর এ সংযুক্ত করা হলো।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, এর আগে শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন।
ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।