এডিসি হারুন কাণ্ডের প্রতিবেদন জমার সময়সীমা আবার বাড়ল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ এএম

ছবিঃ সংগৃহীত
এডিসি হারুনকাণ্ডে ডিএমপি কমিশনারের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা আরও তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) এ নিয়ে তৃতীয়বারের মতো সময় বৃদ্ধি করা হলো। এদিন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়ার জন্য আরও তিন দিন সময় চেয়ে আবেদন করে।
গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন।
ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।