ডিএমপি কমিশনারের কাছে শাস্তির দাবি জানালেন সাদ্দাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ এএম


ডিএমপি কমিশনারের কাছে শাস্তির দাবি জানালেন সাদ্দাম

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে গেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার কিছু আগে ডিএমপির সদর দফতরে যান সাদ্দাম।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সাক্ষাৎ করে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এর আগে শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। 

ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

এ ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

দুই কেন্দ্রীয় নেতাকে পেটানোর ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তারা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Link copied