রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ১ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৫:৩২ পিএম


রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ১ জানুয়ারি

সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আবারও পিছিয়ে আগামী ১ জানুয়ারি পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ ১৬ নভেম্বর ২০২২ (বুধবার) মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ওই টাকা ফিলিপাইনের রিজল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।

একই বছরের ১৫ মার্চ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

Link copied