পত্নীতলায় মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত: ১ মে ২০২৩, ০৮:২৬ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
নওগাঁর পত্নীতলায় মে দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে উপজেলার দি স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডা. আবু রায়হান রাজিন এর নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা আম্বিয়া বলেন, অভাব অনটনে দিন কাটে তার। টাকার অভাবে ঠিকমতো ডাক্তার দেখাতে পারিনা। এখানে এসে ফ্রি তে ডাক্তার দেখাইলাম। ডাক্তারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তার মঙ্গল করুক।
ডা. আবু রায়হান (রাজিন) বলেন, মহান মে দিবস আজ। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর এই দিনটি পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি সেই সুবাধে এলাকার সকল পেশার মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
এখানে যে সব রোগী চিকিৎসা নিতে এসেছে বিশেষ করে ডায়াবেটিস, বাত ব্যাথা, এলার্জি, মাথা ব্যাথাসহ অন্যান্য জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়েছি। সকলের উৎসাহ পেলে আগামীতে আবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে চাই।