পত্নীতলায় ঔতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত

রিফাত হোসেন, পত্নীতলা (নওগাঁ)

প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১২:২৫ পিএম


পত্নীতলায় ঔতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় নৌধুনী মাঠে দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে এটি হুরের মেলা নামে পরিচিত। প্রতি বছর বৈশাখের শেষ রবিবারে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় হাজারো মানুষের সমারোহে এলাকায় তৈরী হয়েছে উত্সবের আমেজ। গ্রামীন ঐতিহ্যবাহী মেলায় পণ্য কিনতে তরুণ-তরুনীরা ভিড় করছে দোকানগুলোতে।

মেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে অতিথি আনা নেওয়া ধুম পড়ছে। এ মেলায় স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

মেলা দেখতে আসা পলাশ জানান, আমরা প্রতিবছর এই মেলার জন্য অপেক্ষা করি। এই মেলাতে এসে আনন্দ উল্লাসের মধ্যে অনেক কিছু কেনাকাটা করে থাকি।

গ্রামীন ঐতিহ্যকে ফুটিয়ে তোলা আর দেশীয় সংস্কৃতি লালনের উদ্দেশ্যে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, এটি একটি ঐতিহ্যবাহী মেলা। প্রত্যেকটা ঘরে ঘরে জামাই-মেয়েসহ আত্মীয় স্বজন মিলে এই মেলায় আসে।

বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা গতকাল রাত থেকে ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে মিষ্টান্যের চাহিদা ব্যাপক লক্ষ করা যায়।

স্থানীয় কৃষকের ফসল ঘরে ওঠায় অন্যান্য বলছের তুলনায় লোকসমাগম বেশি ছিল।

Link copied