যথাযোগ্য মর্যাদায় সিংগাইরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১২:২৫ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সিংগাইর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সিংগাইর থানা পুলিশ, সরকারি-কর্মকর্তা কর্মচারী, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সর্বস্থরের জনগণ।
পরে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খাঁন হান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জালাল উদ্দিন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. মিজানুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার সহ অনেকেই।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী শেষে সেরা স্কুল, কলেজকে পুরস্কৃত করা হয়।
এ সময় আমন্ত্রিত দেশের শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছাসহ ক্রেস্ট তুলে দেন সিংগাইর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যলে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা করেছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ, যুগ্ন সম্পাদক মো.সায়েদুল ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মো.বাশার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রবিউল আলম উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক ও এ্যাড. জাহিদ খান উজ্জ্বল প্রমুখ।