আমার মায়ের মত মা আর তো পাইমু না গো

মো: সবুজ, ভোলা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম


আমার মায়ের মত মা আর তো পাইমু না গো

মেয়ে হারানোর বেদনায় বিলাপ করছেন নিহত কলেজ শিক্ষার্থী শিখা বেগমের মা। ছবি: মো: সবুজ

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার মায়ের মত মা আমি আর তো পাইমু না গো।বাসাততে সকালে বেলা হাইজ্জা কাইজ্জা (সাজু-গুজু করে) কই যাচ শিখা তুই? শিখা কইলো মা কলেজে অনুষ্ঠান আছে গো। শুক্কুর বারে (শুক্রবার) কিয়ের অনুষ্ঠান? শিখা কইলো আমি এ্যকলা যাই? তখন আর আমি কিছু কই নায়।

এভাবেই একাত্তর পোস্ট কে আহাজারিতে কথা গুলো বলছিলেন ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী শিখা বেগমের মা।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কলেজের আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য বাড়িতে বের হন শিখা বেগম। কলেজে যাওয়ার সময় পথিমধ্যে বাস চাপায় শিখা ও রিমা বেগম নামের দুই কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিখার মা আরো জানান, আমার মেয়েকে আল্লাহ নিজ খুশিতে নেয় নি। তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি জানান তিনি। পাঁচ মেয়ের মধ্যে শিখা ছিলেন অন্যতম। তার মেধাশক্তি ছিলো প্রখর। লেখাপড়া করে পরিবারের জন্য কিছু করার লক্ষ্য ছিলো শিখার।

নিহত কলেজ শিক্ষার্থী শিখা ও রিমা ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা উপজেলার মধ্য জয়নগর গ্রামের বাসিন্দা।

Link copied