সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার, অপসারণ করালেন প্রকৌশলী

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম


সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার, অপসারণ করালেন প্রকৌশলী

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের ভেওয়ামারা হতে মাসুয়াবকান্দি সড়ক নির্মাণ কাজে মেসার্স হিম শীতল কনস্ট্রাকশন ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে কাজ করেছিলো তা দেখে ঐ খোয়া  অপসারণ করান সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো.আবুল কালাম আজাদ। 

এ সময়ে সিনিয়র সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। 

ঘূর্নিঝড় আম্পান প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়িত ভেওয়ামারা সওজ হতে মাসুয়া কান্দি বাজার সড়ক পর্যন্ত চেইনেজ ০ মিটার হতে ৩৩৯৪ মিটার সড়কের কাজ পায় মেসার্স হিম শীতল কনস্ট্রাকশন।

এ কনস্ট্রাকশনের ঠিকাদার প্রভাব খাটিয়ে জোরপূর্বকভাবে নিম্নমানের ইটের খোয়া দ্বারা কাজ করছিলেন। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো.আবুল কালাম আজাদ মোল্লা'র অনড় অবস্থানে সড়ক বা কাজের সাইট হতে বাধ্য হয়েই ঠিকাদার নিম্নমানের খোয়া অপসারণ করে ভালো ইট দিয়ে কাজ করবেন বলে ঠিকাদার জানান।

এতে এলাকাবাসী ও ইউপি সদস্য মো. আবু তাহের ঝন্টু জানান, আমরা কোন নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ খারাপ করতে দিবো না। ভালো ভাবে কাজ করতে হবে।

Link copied