শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৫ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার্থে বাংলাদেশ আওয়ামী'লীগ শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রীবরদী উপজেলা আওয়ামী'লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ মোতাহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন সালেম,সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা,যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী,শ্রীবরদী পৌর আওয়ামী'লীগের সভাপতি আহসান উল্লাহ সহ,উপজেলা আওয়ামী'লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে ভাষা আন্দোলনের সময় বীর মুক্তিযোদ্ধা শহিদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।