বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫২ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
১৯৫২ সালের ২১ফেব্রুয়ারী মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে বুলেটের সামনে জীবন উৎসর্গকারী জাতির একঝাঁক বীর তরুন সৈনিকদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন। এই গর্বে একুশকে তাই ভোলেনি বাংঙালি জাতি।
হারানো বুকে ব্যাথা সহজে ভোলা যায় না। তাই প্রতি বছরের মতো এবারও জয়পুরহাটের কালাইয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কালাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা ও কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈন উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনসহ এলাকার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এক এক করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিএনপি, জাপা-(এ)সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ছাইফুল ইসলাম এর সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
এর আগে কালাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।