জয়পুরহাটের কালাইয়ে পুলিশ প্লাজার সামনে বাস স্টপেজ চালু

এস এম আব্দুল্লাহ সউদ, কালাই (জয়পুরহাট)

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম


জয়পুরহাটের কালাইয়ে পুলিশ প্লাজার সামনে বাস স্টপেজ চালু

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের কালাইয়ে পুলিশ প্লাজা মার্কেটের সামনে বাস স্টপেজ চালু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাস স্টপেজের শুভ উদ্বোধন করা হয়।

জানা গেছে, কালাই থানার দক্ষিন পার্শ্বে বগুড়া এ্যান্ড জয়পুরহাট সড়কের পাশে নব নির্মিত পুলিশ প্লাজা মার্কেটের পূর্ব দিকে অবস্থিত ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার বাস স্টপেজ চালু করা হয়।

বাস স্টপেজের উদ্বোধন করেন, জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম.এ মামুন খান চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিকের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী এবং গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

ফিতা কেটে উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Link copied