শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

মোঃ আল-আমিন, শরিয়তপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২৮ এএম


শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এই দিনে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রী ও জনসাধারণ মিছিল বের করে।

মিছিলে পুলিশের গুলিতে  সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান নিহত হন।

ভাষার জন্য প্রাণদানকারী সেসকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে একুশের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর-০১ সংসদ সদস্য  ইকবাল হোসেন অপু ও জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।

পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,  স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ  ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

Link copied