পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

রিফাত হোসেন, পত্নীতলা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৫ পিএম


পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মফিজ উদ্দীন নামের এক বালু ব্যবসায়ীকে কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আজিজুল কবির।

কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির  বলেন, উপজেলার কৃষ্ণপুরে আত্রাই নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মফিজ উদ্দীন কে এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরও জানায়, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied