জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৯:১৭ এএম

ছবিঃ সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইলের কর্মচারী ক্লাবের পেছনের লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বলেন, এখন পর্যন্ত জানা মতে অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল আছি।
আশুলিয়া থানার এসআই (তদন্ত) নূর আলম বলেন, মরদেহের গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।