১৬ ঘণ্টা পর নালায় ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ অগাস্ট ২০২৩, ০৭:৫৪ এএম


১৬ ঘণ্টা পর নালায় ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে নিখোঁজ দুই বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার হয়েছে প্রায় ১৬ ঘণ্টা পর।

নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, যে নালায় শিশুটি পড়ে গিয়েছিল, তার পাশের ভবনের সংযোগ নালা থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মরদেহ উদ্ধার করে।

রোববার বিকালে হালিশহর রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ারের কাছে একটি বড় নালায় পড়ে যায় ইয়াসিন আরাফাত নামের শিশুটি।

স্থানীয়রা জানান, হালিশহর এলাকার ওই নালাটি আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তূপ আছে। সেখানে পড়ে গিয়ে তলিয়ে যায় শিশুটি।

Link copied