মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম


মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে বনানীর সেতু এলাকার উল্টো পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটলেও রেল পুলিশ বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায়। 

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলারের কাছে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তিন শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

কমলাপুর জিআরপি থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সেই ট্রেনটি দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ছিল। তবে নির্দিষ্ট করে কেউ ট্রেনের নাম বলতে পারছে না। যেহেতু সকাল ছয়টায় দেওয়ানগঞ্জ এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যায় সেটি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই পথশিশুরা রেল লাইন ধরে হাঁটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Link copied