ডিএসসিসির ৩ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩, ০৩:৩৮ পিএম


ডিএসসিসির ৩ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা তিনজনই সংস্থাপন ও প্রশাসন বিভাগে (সচিবের দফতর) কর্মরত ছিলেন।

তাদের চাকরিচ্যুতের এই অফিস আদেশ দ্রুত কার্যকরের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ৩টি অফিস আদেশে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।

ওই তিন কর্মকর্তা-কর্মচারী হলেন, অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম, অঞ্চল-৪ এর রেন্ট এ্যাসিসটেন্ট মো. রমজান আলী।

তিনজনকেই ‘দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ডিএসসিসি স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিধি অনুযায়ী তারা ৯০ দিনের বেতন নগদ পাবেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মূলত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পরে তাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Link copied