নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতায় ডিএসসিসির ৪ কর্মকর্তাকে শোকজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

ছবিঃ প্রতীকি
বৃষ্টি থামার ২৪ ঘণ্টায়ও নিউ মার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জমে থাকা পানি নিরসন ব্যর্থতায় চার কর্মকর্তা-কর্মচারীকে শোকজ লেটার বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এতে বলা হয়, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউ মার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসন করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন-করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
রোববার (২৪ সেপ্টেম্বর) করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকায় প্রায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রাতে বৃষ্টি থেমে গেলেও, শনিবার পর্যন্ত নিউমার্কেট, বংশাল এলাকায় পানি জমে ছিল।