দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে: মেয়র তাপস
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ এএম

ছবিঃ সংগৃহীত
গত ১ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতিদিন ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০ হতে ৫৪ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার রেড জোন ঘোষিত ঢাকা দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ডেঙ্গু বিস্তাররোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা মশার উৎস নিধনের মাধ্যমে এডিস মশার প্রজন্মস্থল ধ্বংস করার কার্যক্রম গতিশীল রেখেছি। ফলশ্রুতিতে গত ১ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে।
সবাই সচেতন হলে অচিরেই ডেঙ্গু রোগী আরও কমবে, উল্লেখ করে মেয়র বলেন, গত সপ্তাহে ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। তাই, আমরা এই দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপক প্রচার-প্রচারণা, চিরুনি অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।
শেখ তাপস বলেন, আমরা এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। সবাই দায়িত্ব নিয়ে নিজ নিজ বাসাবাড়ি, আঙ্গিনা, স্থাপনা পরিষ্কার রাখবে। পানি জমতে দিবে না। আমরা এটাই চাই। ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিসের প্রজননস্থল নির্মূল করতে হবে।