নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম


নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিনি দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আইসিসি তাদের এক প্রতিবেদনে এমেরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। 

নাসিরের বিরুদ্ধে অভিযোগটি মূলত ২০২১ সালের। ওই বছর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি১০ লিগে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে ইসিবি।

নাসির ছাড়াও দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগে ফেঁসেছেন কৃষাণ কুমার চৌধুরী (একটি দলের সহকারী মালিক), পরাগ সংভি (একটি দলের সহকারী মালিক), আছার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাবেদ (স্থানীয় ক্রিকেটার), সালিয়া সামান (স্থানীয় ক্রিকেটার), সানী ঢিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার)।

আইসিসির অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসির হোসেন দুর্নীতি বিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার নেওয়ার বিষয়টি খোলাসা করতে ব্যর্থ হয়েছেন।

Link copied