জবি'তে নবান্ন উৎসবের আমেজ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

সংগৃহীত
জবি চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘নবান্নোৎসব ১৪২৯’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাঁশি ও একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান ও পিঠা-পুলির সুগন্ধে ভরে যায় বিশ্ববিদ্যালয় চত্বর।
আজ ১৬ নভেম্বর ২০২২ (বুধবার) জবির চারুকলা বিভাগের আয়োজনে এ নবান্ন উৎসবের আয়েজন করা হয়।
নবান্নকে স্বাগত জানানো হয় ‘নবান্নের নতুন ধানে, হাসি ফুটুক সকল প্রাণে’ এই স্লোগানে নাচ-গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে। পিঠা-পুলি দিয়ে বরণ করে নেয়া হয় অতিথিদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান। তিনি বলেন, ‘বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতার জন্য এসব উৎসবের প্রয়োজন অনেক বেশি। নবান্ন উৎসব গ্রাম-বাংলার ঐতিহ্যকে লালন করে এবং তুলে ধরে। গ্রামীণ সত্তাকে পুনঃজাগরণ ঘটাতে কোলাহলপূর্ণ নগরীতে এ উৎসবের গুরুত্ব অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইমাম হোসেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।