পরীক্ষা দিতে এসে মারধরের শিকার ছাত্রদল নেতা
প্রকাশিত: ২৩ অগাস্ট ২০২৩, ০৮:৩২ এএম

ছবিঃ সংগৃহীত
পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন সমাজকর্ম বিভাগের আবু হেনা মুরসালিন নামে এক শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
২২ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, মারধরের খবর পেয়ে আমি এক সহকারী প্রক্টরকে সেখানে পাঠাই। সেখান থেকে ওই শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। তার বিরুদ্ধে নাশকতার কোন মামলা আছে কিনা সেটা পুলিশ যাচাই করে কোনো কিছু না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
আমাদের কাছে কেউ যদি কোন অভিযোগ করে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব বলেও জানান তিনি।
জানা গেছে, দুপুরে ক্যাম্পাসের শান্ত চত্ত্বর এলাকায় ভুক্তোভোগিকে বাঁশের লাঠি দিয়ে মারধরের করেন কয়েকজন শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন গনিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাতসহ কয়েকজন। তারা সকলেই শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইনের অনুসারী।
এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, ক্যাম্পাসে কোন মারধর বা হামলার ঘটনা ঘটলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে। শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন দ্বন্দের দায় ছাত্রলীগ নিবে না।