জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ এএম

ছবিঃ সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯ -২০ শিক্ষাবর্ষের ফিনান্স বিভাগের তালহা আহমেদ সভাপতি হিসেবে এবং একই শিক্ষাবর্ষের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চিন্ময় নন্দী অন্তু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২০ই সেপ্টেম্বর) জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মোমিন হোসাইন , সাধারণ সম্পাদক মাহিমুর রহমান বিজয়, সাবেক সভাপতি মেহেদি হাসান অভি, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান তারেক ও আশেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব সংগঠনকে আরো বেগবান করবে বলে প্রত্যাশা সংগঠনটির উপদেষ্টাদের।
কমিটির সহ-সভাপতি হিসেবে: সন্দীপ পাল, সাদিয়া আফরিন মৌরী, শরীফ সরকার ; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে: আল আমিন দিমান, ফয়সাল আহমেদ, আরমান আহমেদ, সাইফুল্লাহ সিজান ; সাংগঠনিক সম্পাদক হিসেবে: মো: রকিব উদ্দিন জয়, আসবার আলম মায়েল, মো: জাহিদুল হাসান, তামিম সরকার, শাহরিয়ার রশিদ, তশফা ইসলাম ; দপ্তর সম্পাদক: দেওয়ান সাইফ সিদ্দিক , প্রচার সম্পাদক: মুরসালিন তালুকদার ; ক্রিড়া বিষয়ক সম্পাদক: মো: শাওন মিয়া দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি তালহা আহমেদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় সবার থেকে এগিয়ে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমাকে যেহেতু যোগ্য মনে করে দায়িত্ব দেয়া হয়েছে, আমি চেষ্টা করবো আমার ছোট-বড় সবাইকে সাথে নিয়ে আমার পূর্বসূরীদের দেখানো পথে হেঁটে কিভাবে এই সংগঠনকে আরো দূর এগিয়ে নেয়া যায়।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিন্ময় নন্দী অন্তু বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদের সার্বিক সাহায্য, সহযোগিতা করতে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমি সর্বদা নিয়োজিত থাকবো। সংগঠনের শৃঙ্খলা এবং ব্যাপ্তি ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহিমুর রহমান বিজয় ভাই ও উপদেষ্টা মন্ডলীকে আমাকে যোগ্য হিসেবে নির্বাচিত করায়।’